আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এ বছর হজে গিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু

নুর আলম সিদ্দিক,(আজকের দিনকাল):হজ করতে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়, গত শুক্রবার ফাতেমা বেগম নামে ৫৩ বছর বয়সি ওই নারীর মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ পুরুষ; ২২ নারী। এর মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫, মিনায় ৭, আরাফায় ২, জেদ্দায় ১ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।

আগামী ২ আগস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ