আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য আটক

(আজকের দিনকাল):শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ এক ইউপি সদস্যকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। রোববার রাতে চর মাইজারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খলিলুর রহমান (৪৮) একই এলাকার বাসিন্দা আহাম্মদ মালতের ছেলে এবং কুচাইপট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার।

পুলিশ জানায়, গত ৬ জুলাই রাতে সখিপুর থানার কাশিমপুর এলাকা থেকে ১৫০ সিসির দুইটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়। ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে চর মাইজারা এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেলসহ খলিলুর রহমানকে আটক করা হয়।

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, অন্য মোটরসাইকেলটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ