আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


জামাতার হাতে শ্বশুর খুন

(আজকের দিনকাল):হবিগঞ্জের চুনারুঘাটে জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৮টার দিকে উপজেলার দুর্গম এলাকা শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে।

স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত মুনছুব আলীর ছেলে নুর আলমকে (৫৬) তার জামাতা সেলিম মিয়া ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নুরে আলম। জামাতা সেলিম মিয়া উত্তর কালিনগর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

স্থানীয় কয়েজন জানিয়েছেন, নুরে আলমের জামাতা সেলিম মিয়ার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া-বিবাদ চলছিল। এ নিয়ে রোববার দিনে সেলিমের শ্বশুর তার মেয়েকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে জামাতা সেলিম মিয়া শ্বশুর নুরে আলমকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানছড়ি আশ্রয়ণে জামাতার হাতে শ্বশুর খুন হয়েছেন-এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ