আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

(আজকের দিনকাল):ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার দুপুর ২টার দিকে পুলিশ সদর দফতরে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা পৌঁছেন। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আলোচনা শেষে ৩টা ৫১ মিনিটে সদর দফতর থেকে দলটি বের হয়।

সাক্ষাতে আলোচনার বিষয়ে পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে দেখা করেন ইইউ প্রতিনিধি দল।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. মনজুর রহমান বলেন, ইইউ প্রতিনিধি দল পুলিশ সদর দফতরে এসেছিলেন। তাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। মূলত নির্বাচন সামনে রেখে তারা যে, আসা যাওয়া করবেন, তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় আন্তরিকতার কোন ঘাটতি থাকবে না বলে জানানো হয়েছে। নির্বাচন কেন্দ্রিক কোন আলোচনা হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোন কথা হয়নি।

প্রসঙ্গত, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী দলটি গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ