আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরের রাজৈরে শ্যালককে পিটিয়ে হত্যা

(আজকের দিনকাল):মাদারীপুরের রাজৈরে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে রাজ্জাক ফকির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিপন শেখ (২৫) উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল রফ শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জের ধরে রোববার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করেন। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ মারধর ঠেকাতে গেলে তাকেও মারধর করেন রাজ্জাক। পরে গুরুতর অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যান।পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার।

নিহত রিপনের মা মর্জিনা বেগম বলেন, জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ