আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


নাটোরে আইসসহ মাদককারবারি গ্রেফতার

(আজকের দিনকাল):নাটোরে প্রথমবার ক্রিস্টাল মেথ আইসসহ আবু সালেহ ওরফে রিংকু (৩৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা দামের চার গ্রাম মাদক উদ্ধার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদককারবারি রিংকু জেলার লালপুর উপজেলার নাওদাড়া গ্রামের সাজদার প্রামাণিকের ছেলে।

নাটোর ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, রিংকু দীর্ঘদিন যাবত নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

নাটোরে এই প্রথম ক্রিস্টাল মেথ আইস নামে মাদক ধরা পড়েছে জানিয়ে তিনি বলেন, রিংকুর নামে মাদক মামলা দিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ