(আজকের দিনকাল):রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মো. জাকির হোসেন (৫৫) নামের এক সিকিউরিটি গার্ড আহত হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টার দিকে মগবাজার মোড় থেকে সাত রাস্তার দিকে এগিয়ে দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল ফেলা হয়। একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আবদুস কুদ্দুস বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। তার নাম মো. জাকির হোসেন। তিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন জানিয়ে পরিদর্শক কুদ্দুস বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply