(আজকের দিনকাল):বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে ইংল্যান্ড সফরে গেল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম।
আগামী ১৪ জুলাই যুক্তরাজ্য সংসদীয় ক্রিকেট টিমের সাথে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম। এ উপলক্ষ্যে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে রাতে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করে সংসদীয় ক্রিকেট টিম।
সংসদীয় ক্রিকেট টিমের অধিনায়ক নাঈমু রহমান দুর্জয় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টিমের অন্য খেলোয়াড়রা হলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শরীফ আহমেদ, খালেদ মাহমুদ চৌধুরী, ফাহিম গোলন্দাজ বাবেল, মজিবর রহমান চৌধুরী নিক্সন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, শিবলী সাদিক, শফিকুল ইসলাম শিমুল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সানোয়ার হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ তন্ময়, আয়েন উদ্দিন, ফরহাদ হোসেন, জুয়েল আরেং, মো. মহিউদ্দিন ও নিজাম হাজারী।
Leave a Reply