আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন মিনিটের আইটেম গানে নেচে তিন কোটি রুপি!

(আজকের দিনকাল):২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় অভিনয় করে বলিউডে নাম লেখান এক সময়ের মডেল উর্বশী রাওতেলা। এরপর তাকে আর পিছু তাকাতে হয়নি। অভিনয়ের পাশাপাশি আইটেম গানে জমকালো পারফরমেন্স দিয়ে দর্শক হৃদয় কাঁপিয়ে দেন।

উর্বশী তিন মিনিটের আইটেম গানে নাচার জন্য তিন কোটি রুপি দাবি করেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য ১ কোটি রুপি!

‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও ‘এজেন্ট’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন তিনি। ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় নেচে দুই কোটি রূপি নেন উর্বশী। এরপর বিভিন্ন সিনেমা থেকে প্রস্তাব আসতে থাকে।

তেলেগু পরিচালক বয়াপতি শ্রীনুর একটি সিনেমায় আইটেম গানের প্রস্তাবে তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন উর্বশী। ওই সিনেমায় কাজ করবেন তেলেগু অভিনেতা রাম পথিনেনি।

বয়াপতি শ্রীনুর তেলেগু সিনেমাটি মুক্তি পাবে ২০ অক্টোবর। সিনেমাটির পোস্টারও এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখনো সিনেমার নাম ঠিক করা হয়নি।

আগামীতে ‘পুষ্পা ২’ এর আইটেম গানেও দেখা যাবে তাকে।

২০১৪ সালে ‘মিস্টার এরাভাতা’ সিনেমা দিয়ে কন্নড় চলচ্চিত্রে তার অভিষেক হয়। তিনি মাঝে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। ২০২২ সালে ‘দ্য লেজেন্ড’ নামের তামিল সিনেমায় প্রশংসা কুড়ান উর্বশী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হরিদ্বারের মেয়ে উর্বশী বলিউডের চেয়ে বেশি কাজ করছেন দক্ষিণে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ