পুলিশ জানায়, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল একই এলাকার দরিদ্র কলা চাষী কালামের কাছ থেকে ২ লাখ টাকার কলা ক্রয় করে। কলা ক্রয় করার পর থেকেই কামাল টাকা পরিশোধ করতে নানা টালবাহানা শুরু করে। আজ ১২ জুলাই বুধবার সকাল সাতটার দিকে কামালের সঙ্গে দেখা হলে কালাম ওই পাওনা
টাকা চায়। এতে দুজনের মধ্যে বাক বিতোন্ডা শুরু হয় । এসময় কামাল পাশে খড়ির আড়ত থেকে একটি খড়ি তুলে নিয়ে এসে কালামকে পিটায়। এতে কালাম আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এই ঘটনা দেখে লোকজন কালামকে সাহায্য করতে এগিয়ে আসলে কামাল দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, নিহতের পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ দ্রুততার সাথে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে কামালকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করবে।-ডেস্ক
Leave a Reply