আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনের সময় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা কী হবে, জানতে চায় ইইউ

(আজকের দিনকাল):বিএনপির একদফা আন্দোলনকে ‘সাপের খোলস’ বদলানোর মতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আন্দোলন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, কাউকে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বিএনপির উদ্দেশ্য— দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা।

সচিবালয়ে বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

বিএনপির একদফা আন্দোলনকে ‘সাপের খোলস’ বদলানোর মতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আন্দোলন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, কাউকে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বিএনপির উদ্দেশ্য— দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা।

সচিবালয়ে বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

বৈঠকে নির্বাচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চায় সফররত ইইউ প্রতিনিধিদল। আলোচনা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা বলেছি— বাংলাদেশের গণমাধ্যম মূলত বেসরকারি। সম্প্রচারে রয়েছে ৩৫টি বেসরকারি টেলিভিশন আর একটি বিটিভি। আমাদের চ্যালেঞ্জগুলোতে, বিশেষ করে সামাজিকমাধ্যমে যেসব গুজব ছড়ানো হয় এবং সময়ে সময়ে গুজব তৈরি হয়েছে, তাতে দেশে হানাহানি তৈরি হয়েছে। এ চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ