আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩

(আজকের দিনকাল):ভারতের চন্দ্রযান-৩ দেশটির অন্ধ্র প্রদেশ থেকে যাত্রা শুরু করেছে। এটির লক্ষ্য ৪০ দিনের মধ্যে চাঁদে পৌঁছানো। স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।

এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে। আজ শুক্রবার উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ।

এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান ৩-র হাত ধরে আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।বাহুবলী এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-৩। যে মহাকাশযানে অরবিটার, ল্যান্ডার এবং রোভার আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট ল্যান্ডার এবং রোভার অবতরণ করবে। রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ