(আজকের দিনকাল):ঝিনাইদহে যুবদল নেতা লিটন হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এতে তার একটি হাতের ৮০ শতাংশ ও অন্য হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা লিটন হোসেন জেলা যুবদলের সদস্য ও পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
জেলা বিএনপি সভাপতি আবদুল মজিদ জানান, জেলা যুবদল নেতা লিটন হোসেন সন্ধ্যার পর শহরের পাগলাকানাই মোড় থেকে গ্রামের বাড়ি বাথান ফিরছিলেন। পথিমধ্যে পাগলাকানাই ইউপি পরিষদের নিকট পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর হাসপাতাল মেডিকেল অফিসার জেসমিন সুলতানা জানান, তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ধারালো অস্ত্রের আঘাতে রোগীর এক হাত পড়ে গেছে, অন্য হাতও শরীর থেকে ৮০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। ঘটনার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ জড়িত বলে দাবি বিএনপি নেতাদের। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
Leave a Reply