আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদল

(আজকের দিনকাল):ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে গেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রোববার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি গাড়িতে প্রতিনিধিদল রাজধানীর মিন্টো রোডসংলগ্ন ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককেও গাড়িতে দেখা যায়।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রার অনুমতি নিতেই দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বলে জানা গেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ