(আজকের দিনকাল):ফরিদপুরের বোয়ালমারীতে কুদ্দুস শেখ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।
রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।
মামলায় অপর এক আসামিকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ইমদাদুল শেখ, মিরাজ শেখ, এরশাদ সিকদার ও জব্বার সিকদার। দুই বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন ইলিয়াস শেখ। রায় প্রদানের সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি মাসে জেলার বোয়ালমারীর কুণ্ডু রামদিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কদ্দুস শেখকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষ এ রায় প্রদান করা হয়।
Leave a Reply