আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


গাজীপুরে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

(আজকের দিনকাল):গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবিবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী (৫০) ঢাকা জেলার ধামরাই থানার মোরারচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর জানান, হাবিবপুর এলাকার একটি সরকারি উডলট বাগানে সোমবার সকালে এলাকাবাসী এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দুপুরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যার পর লাশটি ফেলে রেখে পালিয়ে গেছে। নিহতের স্বজনরা থানায় এসে লাশটি শনাক্ত করেছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজমীর।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ