আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কাল,১৬ মাস পর গণভবনে ডাক পড়ল ১৪ দলের শরিকদের

(আজকের দিনকাল):প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবশেষে ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারা বৈঠক করার সুযোগ পাচ্ছেন। দীর্ঘ ১৬ মাস পর আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপিসহ মিত্রদের ডাকে সরকার পতনের একদফা আন্দোলন চলছে। এই আন্দোলন মোকাবিলার প্রয়োজনেই পরীক্ষিত মিত্র ১৪ দলের শরিকদের গণভবনে ডাক পড়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী জোটটির নেতারা।

তাদের মতে, বার বার দাবি জানানোর পরও প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক করার সুযোগ হয়নি। সর্বশেষ গত বছর ১৫ মার্চ বৈঠকের পর কেটে গেছে ১৬ মাস। ওই বৈঠকটিও অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিন বছর পর।

মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের বৈঠকে সভাপতিত্ব করবেন ১৪ দলের জোটনেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ