(আজকের দিনকাল):বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওপরে রোদ নিচে উত্তপ্ত রাজপথ এবং মাঝে আওয়ামী লীগের অত্যাচার। এই তিনটি বাধা অতিক্রম করে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উত্তরা আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রায় প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সংসদ ভেঙে দাও। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাও।যদি তা না করো তা হলে একদফায় আন্দোলন করে তোমাদের পদত্যাগে বাধ্য করা হবে।
সভাপতির বক্তৃতায় আমানউল্লাহ আমান বলেন, সংবিধানের বাইরে আমরাও এক পা যেতে চাই না। তবে সেটা কাটাছেঁড়া সংবিধান নয়। সেটা হতে হবে মূল সংবিধান যেটা আওয়ামী লীগের হাতে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়নি। আওয়ামী লীগের হাতে পোস্টমর্টেম হওয়া খায়রুল হকের তৈরি সংবিধান অনুযায়ী আমরা নির্বাচনে যাব না।
তিনি বলেন, জনগণ জেল খাটতে মার খেতে এবং জীবন দিতে শিখে গেছে। সুতরাং এই জনগণকে সঙ্গে নিয়ে অধিকার আদায় করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন ফারুক, আমিনুল হকসহ কেন্দ্রীয় মহানগর ও ঢাকা উত্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
Leave a Reply