-
- রাজশাহী
- পূর্ব শত্রুতার জেরে নাটোরে পৌর ওয়ার্ড যুবলীগ নেতা মিঠুনকে কুপিয়ে হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষরা
- আপডেট টাইম : জুলাই, ২৩, ২০২৩, ১১:৪৬ অপরাহ্ণ
- 46 বার
মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):এলাকায় আধিপত্ত বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীকে কুপিয়ে হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মিঠুন সমর্থক আরো ৩জন আহত হয়। আজ রবিবার রাত পৌনে ১০ টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত শাহাবুদ্দিন আলীর ছেলে ও পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। মিঠুন আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাঁকী ৩জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, স্থানীয় আওয়ামীগ নেতা নান্নু শেখ ও যুবলীগ নেতা মিঠুন আলীর সাথে এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছিল। এনিয়ে গত ১৬ এপ্রিল মিঠুন সহ তার সমর্থকরা নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তজনা বিরাজ করছিল। আজ রাতে মিঠুন সহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় নান্নু গ্রুপের সমর্থকরা মিঠুনের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি কেটে নেয়। এ সময় মিঠুনকে বাঁচাতে গিয়ে মিঠুন সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়া আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মিঠুন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে।
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply