আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

(আজকের দিনকাল):ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ভারতকে ১২৮ রানে হারিয়েছে পাকিস্তা। রোববার (২৩ জুলাই) টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে মাত্র ২২৪ রানে গুটিয়ে যায় ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আয়ুব ও শাহিবজাদা ফারহান। উদ্বোধনী জুটিতে ১২১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। সাইম ৫১ বলে ৫৯ ও ফারহান ৬২ বলে ৬৫ রান করে আউট হন।

তবে তায়ব তাহিরের ঝড়ো সেঞ্চুরিতে  বড় সংগ্রহ পায় পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে পাকিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ৭১ বলে ১০৮ রান করেন তায়ব। ভারতের পক্ষে রিয়ান পরাগ ও রাজবর্ধন নেন ২টি করে উইকেট।

৩৫৩ রানের বড় লক্ষ্য  তাড়া করতে নেমে শুরু খারাপ হয়নি ভারতের। ওপেনিং জুটিতে ৬৪ রান যোগ করে তারা। সুদর্শন ২৯ রান করে ফিরে যান। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয়েছে ভারত। দলটির হয়ে ওপেনার অভিষেক শর্মা সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ইয়াশ ধুল ৩৯ রান করেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ