আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


শুধু প্রেমিকা আর বউ হতে চাই না: ভাবনা

(আজকের দিনকাল):সেন্সর পেয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনীত ‘দামপাড়া’ সিনেমা। এতে যুদ্ধের সময়ের এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

এ ছাড়া ‘এক্সকিউজ মি’ নামে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন ভাবনা। রায়হান খান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান।
অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, আমি এনার স্ত্রী, উনার প্রেমিকা– এসব ধরনের চরিত্রে অভিনয়ে আগ্রহী নই। আমার নিজের চরিত্রের দাম না থাকলে সেসব চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। অভিনেত্রী হিসেবে এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার ভূমিকা আছে এবং আমি গুরুত্বপূর্ণ সেই গল্পে। শুধু প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না।

তিনি বলেন, এক্সকিউজ মির গল্পটা খুবই ওমেন ওরিয়েনটেড। এতে আমার অভিনীত ‘পায়েল’ চরিত্রটিতে কাজ করার অনেক জায়গা আছে। মোটকথা আমার ছবির গল্প পছন্দ হয়েছে। সব কিছু মিলিয়ে এ কাজে রাজি হয়েছি।’

তবে অভিনয়ের পাশাপাশি সময় পেলে বসে পড়েন ছবি আঁকায়। এক্সকিউজ মির শুটিংয়ের মাঝে এঁকেছেন তিনি। ভাবনা বলেন, আঁকাআঁকি আমার ভালো লাগে। নিজেকে ব্যস্ত রাখতেই সৃজনশীল কাজগুলো করি।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ