মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। আজ বুধবার দুপুরে আব্দুলপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আব্দুলপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সুলতান প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভা অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা সহ কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ,শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাংসদ শহিদুল ইসলাম বকুল সহ অতিথিরা। সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply