আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


সড়ক ছাড়তে বিএনপিকে ১০ মিনিট সময়, ৫ মিনিটেই ফাঁকা

(আজকের দিনকাল):বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। এতে সড়ক সঙ্কুচিত হয়ে এক সারিতে যানবাহন চলাচল করতে থাকে।

এ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নির্দেশ দেয়— সড়ক ছেড়ে দিতে হবে ১০ মিনিটের মধ্যে। দেখা গেল ৫ মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে গেছে।
এদিকে শুক্রবারের কর্মসূচি ঘোষণা পর বুধবার বিকাল থেকেই কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে ফুটপাতের অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদের পাশেই প্রিজনভ্যানসহ সাঁজোয়া যান রাখা আছে।

তবে এ সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় সেখানে পুলিশের কয়েকজন কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের সামনে গিয়ে ১০ মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দিতে বলেন। দেখা যায়, এ নির্দেশ দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে যায়।

১১টা ৪৫ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের রাজধানীর নয়াপল্টনে জড়ো না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ