আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউনিয়ন পর্যায়ের সরকারী ভাতা ভোগীদের জীবনমান উন্নয়নে মতবিনিময়

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরের লালপুরে ইউনিয়ন পর্যায়ের সরকারী ভাতা সহায়তাপ্রাপ্ত সুবিধা ও ভাতা ভোগীদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বকুল এমপি।
বিকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আনসারুল ইসলামের সভাপপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম লাভলু, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নীরেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা সরকার দেশের দরিদ্র ও অসহায় বয়স্ক, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী মানুষের জীবন মানের উন্নয়নে বিনা পয়সায় তাদের সামাজিক বেষ্টনী কর্মসূচীর আওতায় ভাতার ব্যবস্থা করেছে।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ