(আজকের দিনকাল):আওয়ামী লীগ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত (আয়-ব্যয়) হিসাব প্রতিবেদন দাখিল করবে।
রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে।
প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে হয়। পর পর তিন বছর হিসাব দাখিল না করলে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে।
ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করেছে বলে জানা গেছে।
Leave a Reply