(আজকের দিনকাল):রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান পাওয়া গেছে। লালবাগ ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে টাকা ও রুপি বানানো এ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মো. মাহিন, সাজ্জাদহোসেন রবিন ও সাদমান হোসেন হৃদয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ লাখ ২০ হাজার জাল টাকা। প্রতি লাখ জাল রুপি ৮ হাজার টাকা এবং বাংলাদেশি ১ লাখ টাকা ১২ হাজার টাকায় বিক্রি করতো তারা।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন।
ডিসি জাফর হোসেন বলেন, মাদক চোরাচালানেও চক্রটি ব্যবহার করতো জাল নোট। তিন বছর ধরে জাল টাকা ও রুপি তৈরি করছিল চক্রটির সদস্যরা। ঢাকাসহ সারা দেশেই বুনেছিল প্রতারণার জাল।
তিনি বলেন, চক্রটি কোটি কোটি জাল টাকা ও রুপির কারবার করে আসছিল। চক্রের সদস্যদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বরে তিনি জানান।
উপ-পুলিশ কমিশনার বলেন, শুক্রবার সন্ধ্যায় লালবাগ থানার আরএনডি এলাকায় অভিযান চালিয়ে মাহিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে মাহির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রবিন ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯ লাখ ৭০ হাজার টাকার জাল নোট ও ১ লাখ মূল্যের জাল রুপিসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিসি বলেন, গ্রেফতারকৃতরা দুই ভাগে কাজ করতো। এক পক্ষ জাল টাকা তৈরি করতো। আরেক পক্ষ তৈরিকৃত জাল টাকা ও রুপি বাজারজাত করতো।
Leave a Reply