আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর প্রতি বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা, শোক মিছিল

(আজকের দিনকাল):জাতীয় শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল করেছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

শনিবার বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, মুক্তিযোদ্ধা সংসদের পতাকা ও কালো পতাকা নিয়ে হাতে নিয়ে ধানমণ্ডি-৩২ নম্বরে এই শোক মিছিল করেন তারা।

পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেলে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি।

বক্তব্য রাখেন স্মার্ট প্যানেলের মহাসচিব প্রার্থী সফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম সরকার, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতিক, কায়কোবাদ, আনোয়ার হোসেন ভুঁইয়া, যুগ্ম মহাসচিব প্রার্থী শাহাবুদ্দিন, নুর ইসলাম মোল্লা, আবুল কাসেম, শাহজাহান, কমান্ডার মোশাররফ হোসেন, কমান্ডার আবুল বাসার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্টো, কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা, আইনজীবী কমিটির সেক্রেটারি সাইফুল বাহার মজুমদার, লুবনা খান অন্তরা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি সোলাইমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাস চলতে দেওয়া যায় না। তাদের এসব অপকর্ম কঠোর হাতে দমন করতে হবে। ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে ফেলা হবে।

তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। এ সময় বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ