আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি

স্মার্ট বাংলাদেশ টুয়েন্টি থার্টি ওয়ান-এর চারটি স্তম্ভ শক্তিশালী ভিত্তির উপর গড়ে তুলতে হলে শিক্ষকদের প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক মনোভাব নিয়ে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি বলেছেন,“ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ টুয়েন্টি থার্টি ওয়ান-এর চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। এই চারটি স্তম্ভ শক্তিশালী ভিত্তির উপর গড়ে তুলতে হলে শিক্ষকদের প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক মনোভাব নিয়ে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে।” তিনি শনিবার সিংড়া উপজেলা হলরুমে সিংড়া উপজেলা শিক্ষকদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন আয়োজিতবঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, এস এমএস-এর মাধ্যমে অবসর ভাতা প্রদান এবং অবসর সুবিধা বোর্ডের কল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ শাদী, এটুআই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কনসালট্যান্ট আল-ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ কর্মকর্তাবৃন্দ। পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর েসুবিধা বোর্ডের কল সেন্টারের উদ্বোধন ও এসএমএস-এর মাধ্যমে অবসর ভাতা প্রদান করা হয়।
Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ