আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাক কেড়ে নিল ২ প্রাণ

(আজকের দিনকাল):যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় শাহিদা পেট্রল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। রোববার বিকালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

বসুন্দিয়া এলাকার শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, বিকাল ৩টার দিকে বসুন্দিয়া থেকে আটজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক নওয়াপাড়া বাজারের দিকে যাচ্ছিল। পথে শাহিদা পেট্রল পাম্পের সামনে পৌঁছলে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকে থাকা যাত্রী যশোরের ঘুনি এলাকার সৈয়দ ছবেদ আলীর ছেলে সৈয়দ মোল্যা (৬০) এবং অভয়নগর উপজেলার রামসরা গ্রামের জনৈক এক বৃদ্ধ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা অপর ছয়জন যাত্রী। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহম্মেদ জানান, যশোরগামী ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ