(আজকের দিনকাল):নওগাঁয় মান্দায় ইউক্যালিপ্টাসের বাগান থেকে কলেজ ছাত্র-ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তুলসীরামপুর গ্রামের ওই বাগান থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন একই গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০) ও হাফিজুল ইসলামের মেয়ে জনি আক্তার (১৭)। আরিফ ডিগ্রিতে ও জনি উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করতেন।
মান্দা থানার ওসি কাজী মোজাম্মেল হক জানান, আরিফ ও জনির বাড়ি একই গ্রামে হওয়া বছরখানেক আগে তাদের প্রেমের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তাদের পরিবার জানতে পেরে তাদের বাঁধা দেয়। রোববার রাতে তাদের বাড়ির পাশের প্রতিবেশির একটি বিয়েতে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়ে যান আরিফ ও জনি। এরপর রাতে আর ফিরে আসেননি। রাতে পরিবারের লোকজন তাদের অনকে খোঁজাখঁজি বরে তাদের সন্ধান পায়নি। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ইউক্যালিপ্টাসের বাগান তাদের লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা পরে থানায় খবর পাঠায়। এরপর সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, নিহতদের পাশে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও কোমলপানীয় বোতল পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্ত জন্যে লাশগুলো নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply