এই মামলায় গতকাল নিউমার্কেট থানাধীন কাঁটাবন মসজিদের পার্শ্বে শাইন পুকুর সিরামিকস এর সামনে পাকা রাস্তার উপর থেকে মামলার আলামত হিসাবে গাড়িটি জব্দ করা হয়। যার সম্বর ঢাকা মেট্টো-স-১৭-৩০০৯। যার সামনে ও পিছনে বিএইচআরসি এর লোগে এবং বিএইচআরসি এর ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো।
প্রসঙ্গত জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী কমিশন শব্দটি একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হিসাবে জাতীয় মানবাধিকার কমিশন ব্যবহার করতে পারবে। কিন্তু ওই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন তার নামের সঙ্গে কমিশন শব্দটি ব্যবহার করে আসছিলো। যা আইন ও উচ্চ আদালতের আদেশের লংঘন।
Leave a Reply