(আজকের দিনকাল):নাটোরের লালপুরে পাট শুকাতে না দেওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস দিয়ে রিপন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শেখচিলান গ্রামে এ ঘটনা ঘটে।
রিপন একই এলাকার সোলাইমান হোসেনের ছেলে।
পরিবার সূত্র জানায়, রিপন খুব আবেগী ছেলে। সোমবার সকালে স্ত্রীকে পাট শুকাতে দেওয়ার কথা বলে বাইরে চলে যান রিপন। ১২টার দিকে বাড়িতে ফিরে দেখেন পাট শুকাতে দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্ত্রী জানান- এটা পুরুষের কাজ। তিনি পুরুষের কাজ করতে পারবেন না। পরে নিজের শোয়ার ঘরে গিয়ে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। আত্মীয়স্বজন জানতে পেরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply