আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


রাজধানীর উত্তরায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, সহযোগীসহ চীনের নাগরিক গ্রেফতার

নুর আলম সিদ্দিক,(আজকের দিনকাল):রাজধানীর উত্তরায় বিয়ের প্রলোভনে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক চীনা নাগরিক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- অভিযুক্ত জি সেন (৫৮) ও তার সহযোগী হীরা চাকমা (২৫)।
কলেজছাত্রীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জি সেন ওই তরুণীকে বিয়ের প্রলোভন ও চীনে নিয়ে যাওয়ার কথা বলে আটকে রেখে ধর্ষণ করেছেন। এমন অভিযোগ পাওয়ার পর জি সেনকে সহযোগীসহ গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই কলেজ ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এখন ওই ছাত্রী পরিবারের হেফাজতে আছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেফতারের পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই ছাত্রী সরকারি একটি কলেজের উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়ে। পাশাপাশি সে বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করে। চীনের নাগরিক জি সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় কলেজছাত্রীর। তাকে চীনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন হীরা চাকমা।

ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে চীনের নাগরিক জি সেনের উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসায় নিয়ে যান হীরা চাকমা। ওই দিন কলেজছাত্রীকে ধর্ষণ করেন সেন। ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবারো ধর্ষণ করা হয় তাকে।

রোববার কলেজছাত্রীকে একটি কফি শপে নিয়ে যান সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান ওই ছাত্রী। ঘটনাটি পুলিশকে জানানো হলে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ