আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


কুষ্টিয়ার দৌলতপুরে ৭ মাদক কারবারি আটক

(আজকের দিনকাল):কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবন অবস্থায় সাতজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ১০০ পিস ট্যাপেন্ডাল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (৫ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের উপজেলা বাজার সংলগ্ন গোডাউন মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার দৌলতপুর বিলপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রাকিব (৩২), দৌলতপুর উপজেলা বাজার পাড়া গ্রামের মৃত মির্জা আলম বিশ্বাস চেনুর ছেলে মিজানুর রহমান মিঠু (৪২), উপজেলা পূর্বপাড়া গ্রামের সেকেন্দারের ছেলে মেহেদী হাসান (২৪), মানিকদিয়াড় গ্রামের মৃত ছপের সর্দারের ছেলে রবিউল ইসলাম (৪০), উপজেলা পূর্বপাড়া গ্রামের মৃত আরজান আলীর ছেলে এনামুল (৪৭), স্বরুপপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহাগ (২২) ও চক দৌলতপুর গ্রামের আবু আফফানের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ