(আজকের দিনকাল):গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, ৭ অক্টোবরের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানস্থলে টঙ্গী গাজীপুর থেকে লাখো মানুষের উপস্থিত ঘটানো হবে।
এয়ারপোর্ট থেকে টঙ্গী-গাজীপুর খুব কাছের এলাকা।
ঢাকা, উত্তরা, এয়ারপোর্টবাসীকে আমাদের সহযোগিতা করতে আমারা সব সময় পাশে আছি, পাশে থাকবো। অনুষ্ঠানে সবার আগে আমরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো।
জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাতে টঙ্গীতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের এক আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের পুত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরো বলেন, টঙ্গীর ওয়ার্ডগুলোতে বৃষ্টির পানির জলবদ্ধতা দূর করতে আগামী মাসে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। টঙ্গী চেরাগআলী ঢাকা-ময়মনসিংহ রোড থেকে ৫৪/৫৩ নং ওয়ার্ড হয়ে তুরাগ নদী পর্যন্ত ড্রেন নির্মাণ করা হবে। এতে জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।
যে সকল কাউন্সিলর, মেয়র, পার্লামেন্ট মেম্বার এলাকার উন্নয়ন করেনি, লুটপাট করেছে, জনগণের টাকা মেরে খেয়েছে তাদের আগামী নির্বাচনে ভোট না দেয়ার আহবান জানান জাহাঙ্গীর আলম।
Leave a Reply