আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

(আজকের দিনকাল):গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতি হলেন গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে রতন মিয়া (৪৫)। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।

কারা সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে বন্দি রতন মিয়া কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি টঙ্গী পূর্ব থানার এক মাদক মামলায় গ্রেফতার হলে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। তার হাজতি নং-১৭০৫/২৩। কারাবিধি শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ