(আজকের দিনকাল):অভিনয়ে দেখা যাবে পপতারকা টেলর সুইফটকে। পর্দায় আসবে তার অভিনীত সিনেমা ‘টেলর সুইফট : দ্য ইরাস ট্যুর’। ইতোমধ্যে ছবিটির টিকিট সংগ্রহ শুরু করেছেন ভক্তরা। অগ্রিম ১০ কোটি ডলারের বেশি টিকিট বিক্রি হয়েছে। খবর ভ্যারাইটির।
বর্তমানে নিজের মিউজিক্যাল সফর ‘ইরাস ট্যুর’ নিয়ে ব্যস্ত আছেন এই পপতারকা। গায়িকার এই ভ্রমণ পুরো বিশ্বে ‘ঐতিহাসিক ট্যুর’ হিসেবে খ্যাতি পেয়েছে। তার এই কনসার্টের সেরা মুহূর্তগুলো নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ইতোমধ্যে সেটি তৈরির কাজ শেষ হয়েছে।
২ ঘণ্টা এবং ৪৫ মিনিটের সিনেমাটি ১৩ অক্টোবর বড় পর্দায় আসার কথা। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, কনসার্ট মাতানোর পাশাপাশি বক্স অফিসেও রাজত্ব করবে ছবিটি। মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, ১০০টি দেশের প্রায় ৮৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্র। এর আগে ৩১ আগস্ট প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। কনসার্ট সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম রেঞ্চ।
Leave a Reply