আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


টেকসই কৃষির জন্য ৭ হাজার কোটি টাকার প্রকল্প

(আজকের দিনকাল):কৃষিকে টেকসই ও নিরাপদ করতে নেওয়া নানা পদক্ষেপের অংশ হিসাবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। সে লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। এটি কৃষির উন্নয়নে এ পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় প্রকল্প।

বুধবার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। এ সময় তিনি স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। প্রকল্পটি আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে। ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার দেবে এক হাজার ১৫১ কোটি টাকা। বিশ্বব্যাংক দিচ্ছে পাঁচ হাজার ৩০০ কোটি টাকা ও ইফাদ দেবে ৫০০ কোটি টাকা।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ