নুর আলম সিদ্দিক,(আজকের দিনকাল):দৌলতপুরের কলেজ মোড় যুব সংঘ আয়োজনে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শাহিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য তারিক আল মামুন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে মাঠমুখী করতে হবে । তরুণ সমাজের যুবকদের আমরা মাঠ মুখী করতে চায়। আমরা এই আয়োজন করেছি আগামীতেও আমাদের এই আয়োজন চলমান থাকবে।
তিনি বলেন, আমি নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি,নৌকার মনোনয়ন পেলে আপনাদের উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে ভোট চাই। তিনি সকলে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তারিক আল মামুন বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন।
তিনি বলেন, যে কেউ মনোনয়ন চাইতেই পারে তবে দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তিনি তার পক্ষে কাজ করার জন্য সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তিনি নির্বাচনী এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেন, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা ও সকলের সমঅধিকার নিয়ে কাজ করবেন।
উৎসব মুখর পরিবেশে দর্শক ভর্তি গ্যালারিতে এই খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
এই সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply