(আজকের দিনকাল):মেলা মানেই আনন্দ, এক অন্যরকম অনুভূতি। আর সেই মেলা যদি হয় শুধু নারীদের জন্য, তাহলে তো কৌতূহলটা একটু অন্যরকম। এমনি একশ বছরের ঐতিহ্যবাহী বউমেলা বসেছিল দিনাজপুরের ফুলবাড়ীতে।
রোববার ফুলবাড়ী উপজেলার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতি বছর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে পূজার পরের দিন, দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়।
রোববার সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার সঙ্গেই শিশু থেকে শুরু করে নানা বয়সের নারীরা মেলায় ভিড় জমাতে থাকে। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা।
মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, একশ বছর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলা শুরু করেন, এরপর থেকে তাদের পূর্বপুরুষরা এ মেলার আয়োজন করে আসছে।
Leave a Reply