আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাসদ মনোনীত ১৮১ জনের মধ্যে নির্বাচনে মাত্র ৯০ প্রার্থী

(আজকের দিনকাল):দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮১ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তবে শেষ পর্যন্ত ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে অর্ধেকেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন দলটির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, দলের মনোনীত ৯০ জন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল শুক্রবার থেকে দল মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক মশাল বরাদ্দের চিঠি দেওয়া শুরু হবে।

তিনি আরও জানান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিকদল। দলটির সভাপতি হাসানুল হক ইনু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শিরীন আখতারও ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে আগে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ