আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-১: মনোনয়নপত্র জমা দিলেন ১০ প্রার্থী

(আজকের দিনকাল):আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই উপজেলার নির্বাচন অফিস সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড করম আলী, মুক্তিজোটের আব্দুর রহিম, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাকিম, বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুজ্জামান চৌধুরী, গণফ্রন্টের শেখ মো. আলী, তৃণমূল বিএনপির মুফিদ খান, জাকের পার্টির লুৎফর রহমান খান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ