(আজকের দিনকাল):নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক গ্রাম থেকেই তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা তিনজনই জেলার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। এমনকি নির্বাচনে অংশ নেওয়া মোট ১১ প্রার্থীর মধ্যে এই তিনজনসহ ছয়জন প্রতিদ্বন্দ্বীর বসবাস মাত্র তিন কিলোমিটারের মধ্যে।
ইতোমধ্যে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই গ্রামের বাসিন্দা তিন প্রার্থী হলেন- জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আলাউদ্দিন মৃধা, জাকের পার্টির মনোনীত প্রার্থী রবিউল করিম এবং সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা জাহানার বেগম (স্বতন্ত্র)। তিনি বিএনপির আমলে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের স্ত্রী।
এছাড়া এ তিনজনসহ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী গাজী আবু সায়েম রতন ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের বাড়ি মাত্র তিন কিলোমিটারের মধ্যে।
এত স্বল্প দূরত্বে ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া ও ভোট দেওয়া নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছেন স্বজনসহ সাধারণ ভোটাররা।
Leave a Reply