আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে বিএনপি নেতা মিরাজ গ্রেফতার

(আজকের দিনকাল):গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। তার নামে পশ্চিম থানা ছাড়াও বিভিন্ন থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাঁপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। তার নামে নাশকতাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, মিরাজের বিরুদ্ধে গাড়িতে আগুন, ভাঙচুর ও রেললাইনে অগ্নিসংযোগসহ নাশকতার একাধিক মামলা রয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ