(আজকের দিনকাল):কুষ্টিয়ার খোকসায় ধোকড়াকোল কলেজ মোড়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত ৭ জনের মধ্য থেকে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ জানান, নৌকা মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অর্থশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
এতে দুই গ্রুপের ৭ জন আহত হয়েছে। তারা হলো মোঃ রবিউল ইসলাম (৫০), মোঃ জিকু হোসেন (৩২), বিল্লাল হোসেন (৪০), মোঃ সালাম হোসেন (৪০), মোঃ চুন্নু প্রামানিক (৩৫), মোঃ আমিরুল ইসলাম (৩৫) ও মোঃ হাসান আলী (২২)।
এদের মধ্যে ৩ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ।
তিনি বলেন, এখনো কোন পক্ষ অভিযোগ নিয়ে আসেনি।
Leave a Reply