আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেহেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক ৩

(আজকের দিনকাল):মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আজ দুপুরে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন আওয়ামী লীগ কর্মী ও স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী (৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন (৪০)।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, সোমবার রাত ৯টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে হামলায় ৩০ জন আহত হয়।

স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও নৌকার সমর্থক আলতাব হোসেন বাদী হয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসসহ ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। আর আর কোন সহিংসতা না ঘটে সে উদ্দেশ্যে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ