আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ তারিখের নির্বাচন ‘অগ্রহণযোগ্য’ হয়েছে: জয়নুল আবেদীন

(আজকের দিনকাল):বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ‘আমরা (বিএনপি) নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই আমরা মনে করি,৭ তারিখে নির্বাচনটি জনগণশূন্য, অংশগ্রহণশূন্য, অগ্রহণযোগ্য হয়েছে।’

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তাঁতী দল ও ওলামা দল আয়োজিত ‘ভোট বর্জন’ করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার আরেকটি হীন প্রচেষ্টা চালানো হয়েছে। তারই বিরুদ্ধে আজকে নির্বাচনের পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছি। আগামীকালও (বুধবার) আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। যেখানে দেশের জনগণ ভোটকেন্দ্রে যায়নি, সেখানে ৪০ শতাংশ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার চেষ্টা করছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ। তারা পর্যালোচনা করে যেটা বলবে, নিশ্চয়ই বলবে, তারা দেখেছে। তারা বলেছে, নির্বাচনি পর্যবেক্ষক প্রেরণ করেনি। তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সত্যিকার অর্থে দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তারা সেটিও বলবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ