আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শপথ নিয়ে এমপি হওয়ার যে অনুভূতি জানালেন ইবরাহিম

(আজকের দিনকাল):প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথম পিতা হওয়ার মতো অনুভূতি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচিত বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে জয় লাভ করেন তিনি।

নতুন এমপি হিসেবে বুধবার শপথ নিতে জাতীয় সংসদে যান তিনি। সেখানে এমপি হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো এমপি হলে ভালোই লাগে, প্রথমবার পিতার হওয়ার মতো।

এ সময় তার কাছে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এতো সংক্ষেপে তাড়াহুড়া করে বলার তো প্রয়োজন নেই, পরে বলব ইনশাআল্লাহ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ