(আজকের দিনকাল):ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আকরাম হোসেন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ তার করেছে পরিবার। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মারা যাওয়া আকরাম হোসেন উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে এবং হরিপুর উপজেলা যুবদল সদস্যসচিব ছিলেন।
তবে পুলিশের দাবি, আকরাম হোসেন মাদকসেবী ও বিক্রেতা ছিলেন। সেই সঙ্গে তিনি দির্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
পরিবারের লোকজন জানায়, রবিবার রাতে আকরাম হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তার সঙ্গে দেখা করে কথা বলে তার স্ত্রী ও পরিবারের অন্যরা।
দুপুরে লোকমুখে তারা জানতে পারেন আকরাম হোসেন মারা গেছেন। আকরাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আকরাম হোসেন ও আরো চারজনকে মাদকবিরোধী অভিযানে আটক করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা করা হয়।
দুপুরে আসামিদের ঠাকুরগাঁওয়ে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করলে তাকে তাৎক্ষণিক হরিপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অসুস্থতার বিষয়ে পরিবারের লোকজন আগে থেকেই জানতেন।
Leave a Reply