আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমিত পরিসরে হইলেও চালু থাকুক ইন্টারনেট

ইন্টারনেট ছাড়া আধুনিককালে মানবসভ্যতা অচল। আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনযাত্রায় ইহার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। এই জন্য জাতিসংঘ কর্তৃক ইহাকে মানুষের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হইয়াছে। কয়েক দিন পূর্বে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে ইন্টারনেট-সুবিধা সচল করিবার আহ্বান জানাইয়াছে। ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটারে অনলাইনের মাধ্যমে রিচার্জ করা যাইতেছে না। ম্যানুয়েলি রিজার্চ করিতে গিয়া বিদ্যুৎ অফিসগুলিতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাইতেছে। ইহাতে বাড়িতেছে তাহাদের দুর্ভোগ ও দুর্দশা। তাহা ছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলির অ্যাপভিত্তিক লেনদেন ও ই-ব্যাংকিং-সেবা পুরাপুরি বন্ধ হইয়া গিয়াছে। অচল রহিয়াছে ই-কমার্স-কেন্দ্রিক ব্যবসায়-বাণিজ্যও। এমনকি মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পরিষেবাও এখন বন্ধ। ইহাতে আর্থিক লেনদেনে চরম ভোগান্তি পোহাইতে হইতেছে জনগণকে। লেনদেন হইতেছে না শেয়ার বাজারেও। বিশেষত যাহারা ব্যবসায়ী তাহারাও এই কারণে প্রভূত ক্ষতির সম্মুখীন হইতেছেন। ইহার কারণে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইতেছে মারাত্মকভাবে। বায়ারদের সহিত যোগাযোগের অভাবে তাহারা অন্যত্র মুখ ফিরাইয়া লইতে পারেন। ইহাতে আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প সমূহ ক্ষতির মুখে পড়িতে পারে। যদি আমাদের ওয়ার্ক অর্ডার অন্য দেশে চলিয়া যায়, তাহা হইলে আমাদের আফসোসের সীমা থাকিবে না। ইতিমধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে বাংলাদেশ হইতে পণ্য না নেওয়ার জন্য ইমেইল পাঠাইতেছে। এই জন্য সীমিত পরিসরে হইলেও ইমেইল চালু করা জরুরি। আবার ইন্টারনেট না থাকিবার কারণে আমাদের বিকাশমান আউটসোর্সিং খাতও চরমভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। যাহারা ইহার সহিত সংশ্লিষ্ট তাহারা বিপাকে পড়িয়াছেন এবং এই মুহূর্তে কর্মহীন হইয়া পড়িয়াছেন। ইন্টারনেট-নির্ভর অনলাইন সংবাদমাধ্যমও চরম ক্ষতির শিকার হইয়াছে।

অবশ্য সরকার উদ্ভূত পরিস্থিতিতে যেইভাবে সকল কিছু ‘ম্যানেজ’ করিয়াছে তাহা অনেকের নজর কাড়িয়াছে। ইহার সহিত দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকিবার কথাও বলা হইতেছে। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইন্টারনেট কেন্দ্রিক যোগাযোগব্যবস্থা দ্রুততম সময়ে চালু করা একান্ত আবশ্যক। গতকাল টেলিভিশনের সর্বশেষ খবর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণা অনুযায়ী, গত রাত্রি হইতেই দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হইবার কথা। যদিও সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সেবা বন্ধ রাখা হইতে পারে। আমরা আশা করি, পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে ইন্টারনেটের সকল সুবিধা যথাসময়ে চালু করা হইবে।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ